রাষ্ট্রের প্রধান তিনটি অংশ -আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। এর মধ্যে নির্বাহী বিভাগ দেশ সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে নির্বাহী বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে উপজেলা প্রশাসন সরকারের নীতি বাস্তবায়নসহ জনগণকে প্রয়োজনীয় রাষ্ট্রিয় সেবা প্রদান করে আসছে। উপজেলা প্রশাসন নিরলসভাবে আর্থ-সামাজিক উন্নয়ন, জননিরাপত্তা, আইন শৃঙ্খলা, ভুমি রাজস্ব, স্থানীয় সরকার, দূর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, সংকট মোকাবেলা, জাতীয় নির্বাচন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বস্ত সরকারি প্রতিষ্ঠান হিসেবে উপজেলা প্রশাসনের কাছ থেকে নাগরিকগণ নানাবিধ সেবা প্রাপ্তির প্রত্যাশা করে। সরকারের বিভিন্ন বিভাগের কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে উপজেলা প্রশাসন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সংস্থাসমূহের কার্যাবলির সমন্বয় সাধন করে আসছে। । জনগণকে অধিকতর উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এ ওয়েবসাইটের উৎপত্তি। এ ওয়েবসাইটে যে সকল প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশিত হয়েছে, যা সর্বসাধারনের সহায়ক হবে বলে আমি দৃড়ভাবে বিশ্বাস করি। এ উপজেলার সকল প্রকার তথ্য আহরণের জন্য একটি অনন্য সাধারণ মাধ্যম হিসেবে এ ওয়েবসাইট কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবশেষে এ ওয়েবসাইটটিকে অধিকতর সমৃদ্ধি ও ব্যবহারোপযোগী করতে সংশ্লিষ্ট সকলের যথাযথ সহযোগিতা প্রত্যাশা করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS