১) পৌরসভার মঙ্গল দায়িত্বঃ
(ক) স্ব-স্ব এলাকাভুক্ত নাগরিকগণের এই অধ্যাদেশ ও আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিধান অনুসারে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা।
(খ) পৌর প্রশাসন ও সরকারী কম˝কতা˝ ও কম˝চারীগণের মধ্যে সমন্বয় সাধন এবং সমন্বিত কার্ক্রম গ্রহণ করা।
(গ) পৌর এলাকায় নাগরিকগণের পৌরসেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নিমা˝নসহ নগর উন্নয়ন পরিচালনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। এবং
(ঘ) নাগরিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা।
২) পৌরসভার কাযা˝বলীঃ
(ক) আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি সরবরাহ।
(খ) পানি ও পয়ঃনিষ্কাশন।
(গ) বজ্য˝ ব্যবস্থাপনা।
(ঘ) অথ˝নৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন।
(ঙ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তা, ফুটপাথ, জনসাধারণের চলাচল, যাত্রী এবং মালামালের সুবিধাথে˝ টামি˝নাল নিমা˝ণ।
(চ) জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এ প্রদত্ত কাযা˝বলী।
(ছ) পরিবহণ ব্যবস্থাপনার সুবিধাথে˝ ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা, পথচারীদের সুবিধাথে˝ যাত্রী ছাউনী, সড়ক বাতি, যানবাহনের পাকি˝ং স্থান এবং বাস ষ্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড বা বাস স্টপ এর ব্যবস্থা করা।
(জ) নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ।
(ঝ) বাজার ও কসাইখানা স্থাপন এবং ব্যবস্থাপনা।
(ঞ) শিক্ষা, খেলাধুলা, চিত্ত বিনোদন, আমোদ প্রমোদ এবং সাংষ্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা, পৌর এলাকার সৌন্দয্য˝ বৃদ্ধি এবং
(ট) আইন, বিধি, প্রবিধি, উপ-আইন বা সরকার প্রদত্ত আদেশ দ্বারা অপি˝ত অন্যান্য কাযা˝বলী।
৩) উপরি-উক্ত যে কোন কায˝ সম্পাদন করিতে পৌরসভার নিজস্ব কারিগরি ব্যবস্থাপনা ও আথি˝ক সামথ্য˝ না থাকিলে নাগরিক সুবিধাথে˝ উপরিউক্ত কাযা˝বলী স্থগিত করা যাইবে না।
৪) উপ-ধারা (১) ও (২) এ বণি˝ত কোন কায˝ সম্পাদিত না হইলে সরকার এতদ্বিষয়ে প্রয়োজনীয় নিদে˝শ প্রদান করিতে পারিবে।
৫) উপরি-উক্ত কাযা˝বলী ছাড়াও পৌরসভা উহার তহবিলের সঙ্গতি অনুযায়ী দ্বিতীয় তফসিলে বণি˝ত কাযা˝বলী সম্পাদন করিবে।
সরকার কতৃ˝ক প্রদত্ত কাযা˝বলীঃ
(১) পৌরসভা অধ্যাদেশে প্রদত্ত কাযা˝বলী ব্যতীত সরকারের অনুমোদনক্রমে প্রাথমিক শিক্ষা, প্রতিরোধ ও নিরাময়মূলক স্বাস্থ্য ব্যবস্থা, পরিবহণ, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নিরাপত্তা এবং পৌর এলাকার দারিদ্র দূরীকরণ, ইত্যাদি যে কোন দায়িত্ব ও কায˝ পৌরসভা সম্পাদন করিবে।
(২) অন্য কোন দায়িত্ব বা কায˝ পৌরসভা কতৃ˝ক সম্পাদন করিবার প্রস্তাব করা হইলে সরকার কমিশনের সহিত পরামশ˝ক্রমে, উহা যথাযথ মনে করিলে প্রজ্ঞাপন জ্বারির মাধ্যমে সম্পাদনের নিদে˝শ দিতে পারিবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS