Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গৌরনদী উপজেলার পটভূমি

গৌরনদী’’ র নামকরন

বরিশাল জেলার এতিহ্যবাহী ও সমৃদ্ধ একটি উপজেলার নাম গৌরনদী। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ উপজেলার রাজনৈতিক ও সামাজিক গৌরবময় ইতিহাস রয়েছে। ‘‘গৌরনদী’’ র নামকরন নিয়ে সুনিদৃষ্ট   কোন লিখিত ইতিহাস নেই। ‘‘গৌরনদী’’র নামকরন সম্পর্কে প্রবীনদের কাছ থেকে পাওয়া তথ্যই মানুষ জানে। এক সময় গৌরনদী সদরসহ বৃহত্তর গৌরনদী ( আগৈলঝাড়াসহ) র গোটা এলাকা ছিল নদী দ্বারা বেষ্ঠিত। গৌরনদীর পূর্বাঞ্চলে রয়েছে আuঁড়য়াল নদী। আর আড়িঁয়াল খার শাখা নদী হচ্ছে পালরদী নদী। এক সময় পালরদী ছিল স্রোতস্বীনি নদী । গৌরনদীর প্রবীনজন ও ইতিহাসবিদদের সংজ্ঞা মতে, আড়িঁয়াল খাঁ নদীর শাখা নদী  পালরদী নদীকে ঘিরেই গৌরনদীর নামকরন করা হয়। এ নদীর সাথে গৌরনদীর সংযুক্ততা রয়েছে। আড়িঁয়াল খাঁ নদীর শাখা নদী  পালরদী নদীর প্রবাহমান পানির রং ছিল গৌড় বর্নের। সে অনুসারে গৌড়্ওবং নদী যুক্ত হয়ে ‘‘গৌরনদী’’ র নামকরন করা হয়েছে। গৌরনদী কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ মোঃ তমিজ উদ্দিন ও গৌরনদীর ইতিহাস লেখক প্রফেসর মোসলেম উদ্দিন সিকদারের একাধিক লেখায় গৌরনদীর নামকরনের আদী ইতিহাস হিসেবে এ তথ্যের উল্লেখ্য রয়েছে। বরিশালের ইতিহাস লেখক সিরাজ উদ্দিন আহম্মেদ তার বইয়ে নদীর নামানুসারে গৌরনদীর নামকরনের কথা উল্লেখ করেছেন।