১।নামজারী ও জমাখারিজ কার্যক্রম-৪৫ কার্য দিবস, ২।ভুমি উন্নয়ন কর- বার্ষিক,৩। কৃষি/ অকৃষি খাস জমি বন্দোবস্ত -বার্ষিক ৪।চান্দিনা ভিটি-বার্ষিক ৫। ভিপি বা অর্পিত সম্পত্তি- বার্ষিক এবং ভুমি বিষয়ক যে কোন আবেদনের প্রেক্ষিতে সর্বনিম্ন তিন দিন হতে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সেবা প্রদান করা হয়ে থাকে ।
** মিউটেশন (নামজারী) জমাভাগ ও জমা একত্রীকরণ সংক্রান্ত নিয়মাবলী :
০১। মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন দাখিল করতে হবে ।
ক) মিউটেশনের আবেদনের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হয় :
** আবেদনকারীর অথবা প্রতিনিধির ছবি ( এক কপি ।
** ক্রয় ক্ষেত্রে : ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি।
** মৃত্যুর ক্ষেত্রে : ওয়ারিশ সনদপত্র।
** হেবা বা দানের ক্ষেত্রে : হেবা দলিলের কপি ।
** আদালতের রায় এর ক্ষেত্রে : রায়ের মূল সার্টিফাইড কপি ।
** সকল রেকর্ড/পর্চা/খতিয়ান এর সইমহর নকল (সার্টিফাইড) কপি ।
০২।মিউটেশন বাবদ খরচ :
** আবদন বাবদ কোর্ট ফি - ৫.০০ (পাঁচ) টাকা।
** নোটিশ জারী ফি - ২.০০ (দুই) টাকা ( অনধিক চার জনের জন্য), চার এর অধিক আবেদনকারীর ক্ষেত্রে প্রতিজনের জন্য আরো ০.৫০ টাকা (পঞ্চাশ পয়সা)।
** রেকর্ড সংশোধন ফি - ২০০.০০ (দুইশত) টাকা।
** প্রতি কপি মিউটেশন খতিয়ান (সৃজিত) ফি - ৪৩.০০ (তেতাল্লিশ) টাকা।
** সর্বমোট = ২৫০/- টাকা।
০৩। কতদিনে মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন হবে :
** মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে সর্বোচ্চ ৪৫ (পয়তাল্লিশ) কার্যদিবস এর মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিঃদ্রঃ - আবেদন জমা দেয়ার দিন থেকে ৪৫ (পয়তাল্লিশ) কার্যদিবস এর মধ্যে কার্যক্রম সম্পন্ন না হলে এবং উল্লিখিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবী করলে সহকারী কমিশনার (ভূমি)/ উপজেলা নির্বাহী অফিসার/ রেভিনিউ ডিপুটি কারেক্টর /অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)/জেলা প্রশাসক এর সাথে যোগাযোগ করুন :
কর্মকর্তার পদবী টেলিফোন নম্বর
জেলা প্রশাসক, বরিশাল ০৪৩১-৬৩৮৬৬
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরিশাল ০৪৩১-৬৪৯৭০
রেভিনিউ ডিপুটি কারেক্টর, বরিশাল ০৪৩১-৬৩৪৮৬
উপজেলা নির্বাহী অফিসার,গৌরনদী, বরিশাল ০৪৩২২-৫৬১৫৫
সহকারী কমিশনার (ভূমি), গৌরনদী, বরিশাল ০৪৩২২-৫৬২৩৮